করোনায় আক্রান্ত নড়াইল পুলিশ সুপার ফেনীর সন্তান জসিম উদ্দিন পিপিএম

নড়াইল পুলিশ সুপার ও ফেনীর কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১০। টার দিকে পুলিশ সুপারের করোনা পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ আসে।

করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান গত কয়েকদিন ধরে তিনি বাসায় আইসোলেশনে আছেন এবং তার শারীরিক অবস্থা ভালো আছে।
নড়াইল সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন জানান, গত ২৪ ঘন্টায় নড়াইলে নতুন করে ২২জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে নড়াইল সদরে পুলিশ সুপারসহ ১৬জন এবং লোহাগড়া উপজেলায় ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে নড়াইলে মোট ৫০৯জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে ২১২জন সুস্থ হয়েছেন এবং নয়জন মারা গেছেন।

উল্লেখ্য: নড়াইল পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) এর বাড়ী ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে।

Leave a Comment