এবার মাশরাফির ছোট ভাইও করোনায় আক্রান্ত

মাশরাফি বিন মুর্তজার পর এবার করোনায় আক্রান্ত হলেন তার ছোট ভাই মোরসালিন বিন মুর্তজা। মঙ্গলবার (২৩ জুন) করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ পান মোরসালিন।

এ নিয়ে মোরসালিন বলেন,‘ভাইয়ার সংক্রমণ হওয়ার পর বাসার প্রত‌্যেকের করোনা টেস্ট করানো হয়েছে। সোমবার আমি করিয়েছিলাম। আজ আমার রিপোর্ট পজিটিভ এসেছে।’

গত শনিবার মাশরাফির শরীরে করোনা ধরা পড়ে। আগের থেকে মাশরাফির শরীর ভালো আছে বলে জানালেন মোরসালিন, ‘ভাইয়া এখন আগের থেকে সুস্থ। জ্বর নেই, শরীর ব‌্যথাও কমছে। আমার শরীরে উপসর্গ থাকলেও শরীর মোটামুটি ভালো আছে। এখন ভাইয়ার মতো আমিও সেল্ফ আইসোলেশনে আছি।’

মাশরাফির বাবা গোলাম মুর্তজা ও হামিদা মুর্তজা রয়েছেন নড়াইলে। করোনা ধরা পড়ার পর মাশরাফি দুই সন্তান হুমায়রা ও সাহেলকে নড়াইলে পাঠান। সেখানে চারজনের করোনা টেস্ট করানো হয়েছিল। প্রত‌্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে।

মাশরাফির মতো মোরসালিনও ক্রিকেটার হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। তবে পড়াশোনার চাপে ক্রিকেটার ক‌্যারিয়ার লম্বা করতে পারেননি। বেসরকারী বিশ্ববিদ‌্যালয় ইউল‌্যাবের জয়ে আন্ত বিশ্ববিদ‌্যালয় ক্রিকেট খেলেছেন। ২০১৬ এবং ২০১৭ সালে শ্রীলঙ্কায় রেডবুক ক‌্যাম্পাস ক্রিকেটে ইউল‌্যাবকে রানার্সআপ করতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। সূত্র: সিপ্লাস

Leave a Comment