চট্টগ্রামে ফোন করলেই মিলবে মোবারক আলীর ফ্রি অক্সিজেন

করোনাভাইরাস যতোই মাথাচাড়া দিচ্ছে চট্টগ্রামে, শ্বাসকষ্টের রোগীর সংখ্যাও ততোই বাড়ছে। শ্বাসকষ্টের রোগীদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে পড়ে অক্সিজেন। তবে অক্সিজেন সংকটে চট্টগ্রামে প্রতিদিনই মারা যাচ্ছে কেউ না কেউ। এমনকি অক্সিজেনের এমন সংকট দেখে করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম ছেড়ে চিকিৎসা নিতে ঢাকায় গেছেন এমপিসহ বেশ কয়েকজন শিল্পপতিও। মুমূর্ষু প্রিয়জনকে বাঁচাতে চট্টগ্রামে যখনঅক্সিজেনের জন্য হাহাকার, ঠিক সেই মুহূর্তে শ্বাসকষ্টের রোগীদের ফ্রি অক্সিজেন দিয়ে যাচ্ছেন ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডের সমাজসেবক মোবারক আলী।

বৃহস্পতিবার (৬ জুন) থেকে তিনি শ্বাসকষ্টের রোগীদের জন্য বিনামূল্যে এ অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছেন।

এর আগেও, দেশে যখন লকডাউন শুরু হয়, তখনও মোবারক আলী ব্যক্তিগত উদ্যোগে পুরো চট্টগ্রাম শহরের অলিতে-গলিতে গিয়ে সাড়ে ৪ হাজারেরও বেশি পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছেন। তিনি বলেন, ‘রাত কিংবা দিন চিন্তা করিনি, যখনই মানুষ ফোন করেছেন তখনই ত্রাণ নিয়ে ছুটে গেছি।’
এখন যখন চট্টগ্রামে হঠাৎ করেই বেড়েছে শ্বাসকষ্টের রোগী। প্রতিদিনই চট্টগ্রামে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর মিলছে। তখন বিষয়টি ভাবালো মোবারক আলীকেও। অক্সিজেন নিয়ে রোগীদের সেবায় এগিয়ে আসার উদ্যোগ নিয়ে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি বললেন, ‘চিন্তা করলাম এসব মানুষের জন্য কিছু করি। এক মুহূর্তের জন্য দেরি না করে অক্সিজেন সিলিন্ডারের জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকি। শেষে ঢাকায় গিয়ে অক্সিজেনের পাঁচটি সিলিন্ডার কিনে নিয়ে আসি।’

গত বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত মোবারক আলী ৪৫ জনকে অক্সিজেন রিফিল করে দিয়েছি। এর জন্য একটি টাকাও নেননি। মোবারক আলী বললেন, ‘বেশ কয়েকজন করোনা রোগীকে আমি বাসাতেও অক্সিজেন সাপোর্ট দিচ্ছি।’
আপাতত পাঁচটি সিলিন্ডার দিয়ে এ সেবা কার্যক্রম চালু করেছেন। ভবিষ্যতে আরও বেশ কিছু সিলিন্ডার নিয়ে আসবেন বলে জানালেন তিনি।চট্টগ্রামের কোনো রোগীর অক্সিজেন সিলিন্ডার ও রিফিল প্রয়োজন হলে ০১৮১৯৩৫৪০২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন মোবারক আলী। সুত্রঃ চট্টগ্রাম প্রতিদিন।

Leave a Comment