পরশুরামে কৃষি জমিতে রাতের বেলায় ম্যাজিস্ট্রেটের অভিযান, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি-: কৃষি জমির টপ সয়েল ধ্বংস রোধে ফেনীর প্রতিটি উপজেলায় অভিযান চলছে। ভ্রাম্যমান আদালতের চোখকে ফাঁকি দিতে দিনের পরিবর্তে রাতে মাটি কাটছে দুর্বৃত্তরা। এমন অভিযোগ পেয়ে রাতেই অভিযান চালায় ম্যাজিস্ট্রেট। দুই জনকে আটক করে ৫ দিন করে করাদন্ড প্রদান করা হয়। জরিমানা করা হয় লাখ টাকা। ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নু এমং মারমা মং জানান, পরশুরাম উপজেলার ধনিকুন্ডা গ্রামে একটি জমিতে দুর্বৃত্তরা রাতে মাটি কেটে পাচার করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ফসলি জমির মাটি কাটার দায়ে শ্রমিক মো: মামুনুল ইসলাম ও মো: ওবায়দুল্লাকে ৫ দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।একই অপরাধে মাটি বহনের কাজে ব্যবহৃত পাওয়ার ট্রলির মালিক পৌর এলাকার বাউরখুমা গ্রামের ইদ্রিস ভুইঞার ছেলে আবদুল হান্নানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment