ফুলগাজীতে চোরাই গরু ক্রয়, কারাগারে দুই ক্রেতা

নিজস্ব প্রতিবেদক: ফুলগাজী উপজেলা সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমান (৬০) ও মো. নুরুল আমিন (৬৫) কে চোরাই গরু ক্রয় করার অপরাধে গরুসহ রোববার সন্ধ্যায় গ্রে”প্তার করে পুলিশ। সোমবার ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাদেরকে কা”রাগারে প্রেরণ করেন।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, বুধবার রাতে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের তালবাড়ীয়া গ্রামের ফুল বানু নামে এক নারীর দুটি গরু তাঁর গোয়াল ঘরের তালা ভেঙ্গে চুরি হয়।তিনি গরুগুলি না পেয়ে খোঁজাখুজি করে না পেয়ে ফুলগাজী থানায় লিখিত অভিযোগ করেন।

গত রোববার বিকেলে পরশুরাম উপজেলা সদর বাজার থেকে মজিবুর রহমান ও মো.নুরুল আমিন নামে দুই ক্রেতা বাজার থেকে ১লাখ ১০ হাজার টাকা দিয়ে গরু গুলো ক্রয় করেন।

গরুর মালিকরা খবর পেয়ে গরুগুলো তারা শনাক্ত করে তাদের বলে দাবি করে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরুসহ তাদেরকে আ”টক করে থানায় নিয়ে আসে।ক্রেতাদের আটকের খবর পেয়ে গরু বিক্রেতা আবুল খায়ের পালিয়ে যায়।

গ্রে”প্তা”রকৃতরা পুলিশকে জানায়, বাজার থেকে তারা আবুল খায়েরে কাছ থেকে গরু গুলো ক্রয় করেছেন।

Leave a Comment