মহানবিকে কটূক্তি: দর্জিকে কুপিয়ে হতত্যা, কারফিউ জারি

ভারতে দুই যুবক এক দর্জিকে কুপিয়ে হতত্যা করেছে আল্লাহর রাসুল কে নিয়ে কটূক্তিকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কারণে। নিজ দোকানে ওই দর্জিকে কুপিয়ে হতত্যা করা হয় মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজস্থানের উদয়পুরে মালদাস এলাকায়।

দুই অভিযুক্তকে ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে গ্রেপপ্তার করেছে পুলিশ। তবে স্থানীয় জনতা এ ঘটনার প্রতিবাদে
সসহিংস হয়ে উঠলে পুরো রাজস্থান রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কাল রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ ঘোষণা করা হয় উদয়পুর শহরের সাতটি থানা এলাকায়। এছাড়া ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট এবং এক মাসের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, শহরের কিছু অংশে কারফিউ ঘোষণা করেছে এবং রাজ্যটির সরকার উদয়পুর ও এর আশপাশে ৬০০ পুলিশ সদস্যকে মোতায়েন করেছে।

একাধিকবার ছুছুরিকাঘাত করা হয় কানহাইয়া লাল নামের ওই দর্জিকে এবং তার দোকানে আসা দুই ব্যক্তি তার গলা কেটে ফেলে। হামমলাকারীদের একজন এই হতত্যাকান্ডের ভিডিও ধারণ করে এবং তারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হতত্যার হুমমকি দেয়।

ভিডিওতে দেখা যায় দর্জিকে হামমলাকারীদের একজনের পোশাকের জন্য মাপ নিতে। এরপরই তার ওপর হামমলা শুরু হয়।

উদয়পুর এবং রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই হতত্যাকাণ্ডে। শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা। পুলিশ অনুরোধ করেছে হতত্যাকাণ্ডের ভিডিওটি শেয়ার না করার। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক হাওয়াসিং ঝুমারিয়া আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকে ভিডিওটি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

পুলিশ আরও জানায়, কয়েকটি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন কানহাইয়া লাল। মঙ্গলবার বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে রাজস্থান সরকার।

Leave a Comment