ডিমের দাম বাড়লো হালিতে ৮ টাকা

ডিমের দাম বাড়লো হালিতে ৮ টাকা

দুই সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে ডিমের দাম বেড়েছে হালিতে ৮ টাকা। খুচরা ৩৪ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে ৪২ টাকা হালি। ডিম ব্যবসায়ীরা বলছেন, মুরগির খাদ্যের দাম বাড়ায় বেড়েছে ডিমের দাম।

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে বাজার ঘুরে জানা যায়, মুরগির খাদ্যের বস্তা ২ হাজার ২০০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ২ হাজার ৮০০ টাকায়। বস্তাপ্রতি দাম বেড়েছে ৬০০ টাকা। যে কারণে বৃদ্ধি পেয়েছে ডিমের দাম।

একমাস আগেও ডিমের হালি ছিলো ৩০ থেকে ৩২ টাকা। আজ সেই ডিম ৪০ হালি পাইকারি নিয়ে ব্যবসায়ীরা তা খুচরা বিক্রি করছেন ৪২ টাকা হালি। ডিমের দাম বাড়ায় বিপাকে পড়ছেন খুচরা ব্যবসায়ীসহ সাধারণ ক্রেতারা।

বাজারে ডিম কিনতে আসা আব্দুল আজিজ বলেন, ডিমের দাম বাড়ছে। একমাস আগে ডিম নিলাম ৩২ টাকা হালি, আবার দুই সপ্তাহ আগে নিলাম ৩৪ টাকা হালি, আজ সেই ডিমের হালি ৪২ টাকা।

মুদি দোকানদার আমিনুল ইসলাম বলেন, বর্তমান ডিমের দাম বেশি। ৪০ টাকা হালি নিয়ে তা ৪২ টাকা করে খুচরা বিক্রি করছি।

হিলি বাজারের পাইকারি ডিম ব্যবসাায়ী সাইফুল ইসলাম বলেন, মুরগির খাবারের দাম বাড়ায় ডিমের দাম বেশি হয়েছে।

Leave a Comment