চট্টগ্রামে বাসের নিচে ডুকে গেল রিক্সা, ঘটনাস্থলেই প্রাণ গেল দু’জনের

চট্টগ্রামে বাসের নিচে ডুকে গেল রিক্সা, ঘটনাস্থলেই প্রাণ গেল দু’জনের

চট্টগ্রামের হাটহাজারীতে বাসচাপায় ব্যাটারিচালিত রিক্সাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন- উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের বালুখালী গ্রামের আনন্দ মাস্টারের বাড়ির মৃত হিমাংশু বড়ুয়ার ছেলে নিকাশ বড়ুয়া (৪৫) ও মাছ ব্যবসায়ী মেজ্জ্যাইন্যা (৫০)।

শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় হাটহাজারী-নাজিরহাট সড়কের খণ্ডল্যোর ঘাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে নাজিরহাট থেকে মাছ নিয়ে যাওয়ার পথে খণ্ডল্যোর ঘাটা এলাকায় বাসচাপায় ব্যাটারিচালিত রিক্সাচালক ও এক মাছ ব্যবসায়ী নিহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে বাসের নিচ থেকে দুইজনকে উদ্ধার করে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাজাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাসের নিচ থেকে মৃত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। লাশ দুটি হাইওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ ওমর ফারুক দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে।উদ্ধার লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যায় হাটহাজারীতে একই জায়গায় প্রাইভেট কারের ধাক্কায় বাইক আরোহী মোহাম্মদ শাহাদাত হোসেন নিহত হয়েছেন।

Leave a Comment