চট্টগ্রামে ফেসবুক পোস্ট করে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

চট্টগ্রাম মিরসরাইয়ের এক স্কুল শিক্ষার্থী আব্দুল আউয়াল বাকের (১৭) নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর পর দুটি স্ট্যাটাস পোস্ট করে আত্মহত্যা করেন। বাকের উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পরাগলপুর এলাকার আশরাফ আলী সওদাগর বাড়ির আলমগীর হোসেনের ছেলে। ৩ বোন ২ ভাইয়ের মধ্যে সবার ছোট বাকের।

সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আত্মহত্যা করা বাকের মিরসরাইয়ের নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাটাস প্রথমটি ছিল রাত ৯ টায়। সেখানে লিখা ছিল ‘রাত ১২ টায় কিছু একটা করে ফেলব। ইনশাআল্লাহ’। দ্বিতীয় পোস্ট রাত ১১ টা ৫০ মিনিটে, সেখানে লিখা ছিল, ‘আর ১০ মিনিট পর একজনকে শান্তি করে সব ছেড়ে চলে যাবো না ফেরার দেশে। ভালো থেকো প্রিয়।’

বাকেরের বড় বোন আরবের নেছা আনিকা বলেন, আমার ভাইয়ের সাথে তার স্কুলের একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল। ঐ মেয়েকে নিয়ে এক দুই দিন আগে জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় ঘুরতে গিয়েছিল। বিষয়টি মেয়ের ভাই এবং বন্ধুরা দেখে ফেলে। গতকালকে (সোমবার) যখন আবার দেখা করতে যায় মেয়ের ভাই এবং বন্ধুরা মিলে তাকে মারধর করে এবং মেয়েটি বলে আমি তাকে চিনি না। সে অভিমান থেকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করে।’

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো একসাথে আমরা রাতের খাবার খেয়ে যে যার রুমে চলে যাই ঘুমাতে এবং কালকে রাতেও সে আমাদের সবার সাথে হাসাহাসি করে কথা বলে। কিন্তু কখন যে সে এটা করলো বুঝতে পারি নাই।’

‘খবর পেয়ে সকাল সকাল ১১ টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ এবং লাশের ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলছে বলে জানান জোরারগঞ্জ থানার এসআই মামুনুর রশিদ। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Comment