চট্টগ্রামে গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

গণপরিবহনে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং ভাড়া তদারকিতে নগরীর শাহ আমানত সেতু এলাকায় অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি, সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং ভাড়া তদারকিতে নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, অভিযানে স্বাস্থ্যবিধি না মানা এবং অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৬টি মামলায় ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

Leave a Comment