স্বাস্থ্য ও রুপচর্চা

স্বামী-স্ত্রী মিলনের কতদিন পর বুঝা যায় প্রেগন্যান্ট কি না?

স্বামী-স্ত্রী মিলনের কতদিন পর বুঝা যায় প্রেগন্যান্ট কি না? Dr. Khadega Akter Choudhury

প্রিয় গ্রাহক, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। গ্রাহক, আপনার বয়স কত? আপনার মাসিক নিয়মিত হয়? প্রেগন্যান্সির প্রথম শারীরিক চিহ্ন আপনি পিরিয়ড মিস করবেন। তথাপি আপনি আদৌ প্রেগন্যান্ট কিনা জানার জন্য প্রেগন্যান্সি টেষ্ট করতে হবে। এই টেষ্ট দুইভাবে করা যেতে পারে— রক্ত পরীক্ষার মাধ্যমে আপনার Beta hCG লেভেল জেনে এবং ঘরে বসে একটি টেস্ট স্টিক এ (সকালের প্রথম প্রস্রাব) urinating এর মাধ্যমে।

প্রেগন্যান্সির ১১ দিনের ভেতর Beta hCG লেভেল জানা যায় এবং এটা প্রতি ৪৮—৭২ ঘন্টায় দ্বিগুণ হতে থাকে। ঘরে বসে ইউরিন পরীক্ষা করে প্রেগন্যান্সি টেষ্ট করা যেতে পারে আপনার পিরিয়ড মিস হওয়ার প্রথম দিন থেকেই । যদি আপনার পিরিয়ড নিয়মিত হয় তবে আপনি জানেন যে এই সময়টা কখন।

যদি আপনি জানেন না যে আপনার পরবর্তী পিরিয়ড কখন হবে তবে আপনি অনিরাপদ সহবাসের ২১ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করতে পারেন। আশা করি আপনাকে সাহায্য করতে পেরেছি। আর কোন প্রশ্ন থাকলে, কমেন্টে জানাবেন, আমরা আপনার পাশে সবসময় ।

আরো পডুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *