অন্যান্য

লকডাউনে বাড়িভাড়া মওকুফসহ ৯ দফা দাবি

রমজান ও লকডাউন চলাকালীন নিম্নআয়ের মানুষদের বাড়িভাড়া মওকুফ করা, খাদ্যের যোগানসহ নয় দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (বিইউপিএ)।

শনিবার (১০ এপ্রিল) জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় বিইউপিএ নেতারা এ দাবি জানান।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারির দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। সামনে রোজা ও একই সময়ে লকডাউনের ঘোষণা আসছে। এমন পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়বে।

আসন্ন পরিস্থিতি বিবেচনায় নিয়ে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করার দাবিসহ রাষ্ট্রীয় খরচে ব্যাপক পরিসরে করোনা টেস্টের উদ্যোগ গ্রহণ করতে হবে।

সভায় জোটের চেয়ারম্যান ও বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার সভাপতিত্ব করেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *