অন্যান্য

র‍্যাবের আলোচিত কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম রাঙ্গুনিয়া সার্কেলের নতুন সহকারী পুলিশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া সার্কেলের (রাউজানে রাঙ্গুনিয়া) সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আলোচিত মানবিক র‍্যাব কর্মকর্তা মো. আনোয়ার হোসেন শামীম।

গত বৃহস্পতিবার (০৬ আগস্ট ) সন্ধ্যায় এই যোগদান প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি সদ্য বিদায়ী সহকারী পুলিশ সুপার আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হন।

নবাগত এএসপি আনোয়ার হোসেন শামীম ২০১৬ সালের জুন মাসে বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। তিনি বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ১ বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ এবং চট্টগ্রাম জেলা পুলিশে বাস্তব প্রশিক্ষণ গ্রহণের পর ২০১৮ সালের ১ লা মার্চ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এ যোগদান করেন।

প্রায় ২ বছর ৫ মাস র‍্যাবে কর্মকালীন সময়ে তিনি র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের কমান্ডার, কক্সবাজারের টেকনাফ-২ র‍্যাব ক্যাম্পের কমান্ডার, সুনামগঞ্জ র‍্যাব ক্যাম্পের কমান্ডার, র‍্যাব-৯ এর আইন ও অপারেশন কর্মকর্তা এবং সর্বশেষ র‍্যাব-৯ এর করোনা রেসপন্স এন্ড ম্যানেজমেন্ট টিমের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশেষ করে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হবার পর শ্রীমঙ্গল র‍্যাব ক্যাম্পের কমান্ডার হিসেবে তার অনবদ্য ভূমিকা দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে। গর্ভবতী নারীকে কোলে করে হাসপাতালে নিয়ে যাওয়া, গভীর রাত পর্যন্ত চালের বস্তা বহন করে যোগাযোগ ব্যবস্থাহীন দুর্গম এলাকার ক্ষুধার্ত মানুষের দুয়ারে পৌঁছে দেওয়াসহ তার মানবিক কর্মকাণ্ড নজর কেড়েছিল পুরো দেশবাসীর। এর পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার ‘ঘরে শান্তি লাগে না’, ‘তিন ফুট দূরত্ব’ সহ অনেক ভিডিও। সবশেষে জীবনের ঝুঁকি নিয়ে র‍্যাব-৯ এর করোনা রেসপন্স টিমের প্রধান হিসেবে তার সাহসী ভূমিকাও সর্বমহলে প্রশংসার ঝড় তোলে।

এএসপি মো. আনোয়ার হোসেন শামীম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ হতে পড়াশোনা শেষ করার পর ৩৪ তম বিসিএসের মাধ্যমে পুলিশ সার্ভিসে যোগদান করেন। তিনি খাগড়াছড়ি জেলার উত্তর বড়বিল গ্রামের আব্দুল মান্নান ও বিলকিস বেগম দম্পতির তৃতীয় সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত।

নবাগত সার্কেল এএসপি মো. আনোয়ার হোসেন শামীম বলেন, প্রজাতন্ত্রের একজন নগন্য কর্মচারী হিসেবে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আমার ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে প্রতিপালন করতে চাই। রাউজান – রাঙ্গুনিয়ার মতো ঐতিহ্যবাহী থানা এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ পুলিশ পরিবারের সম্মানিত অভিভাবক, আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম ( বার) স্যারসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Source: Cplusbd.net

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *