অন্যান্য

রিয়াজউদ্দিন বাজারে বাড়তি দামে পচা খেজুর বিক্রি, ৫ ব্যবসায়ীকে অর্থদন্ড

চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে নিত্যপণ্যের অতিরিক্ত মূল্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫ খেজুর ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

রোববার(২৬ এপ্রিল) বিকেল ৫টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা প্রতি কেজি খেজুরে ১০০ টাকা করে মুনাফা করছে। এছাড়া রমজানকে পুঁজি করে নিম্নমানের ও পচা খেজুর ক্রেতাদের মাঝে বিক্রি করা হচ্ছিল। জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাফি ট্রেডার্স ও বায়োজিদ স্টোরকে ১০ হাজার টাকা করে, জসিম স্টোর ও নাসির স্টোরকে ৫ হাজার টাকা করে এবং খেজুর স্টোরকে ২ হাজার টাকা জরিমানাসহ পাঁচ ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উমর ফারুক বলেন, রমজানকে পুঁজি করে রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ীরা খেজুর ও অন্যান্য পণ্য অতিরিক্ত মুল্যে বিক্রি করছিল। এছাড়া পচা ও নিম্নমানের খেজুর বিক্রি করে ক্রেতাদের প্রতারিত করছিল। এজন্য পাঁচ ব্যবসায়ীকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *