বিশেষ প্রতিবেদন

রাজধানীতে জনসম্মুখে তরুণীর বুকে হাত দিল বখাটে, এগিয়ে আসলোনা কেউই

রাজধানীর নীলক্ষেতের পাশে এক তরুণী যৌওন হয়রানির শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের ফটকের সামনে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় অভিযোগ দিয়েছেন। অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। ঘটনার বিস্তারিত উল্লেখ করে ওই তরুণী ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন । ওই তরুণী যেখানে একটি ছবি সংযুক্ত করে লিখেছেন, ‘এই যে আমার ছেড়া জামাটা দেখতেছেন, এটাই আপনাদের বাংলাদেশ!!’

ভুক্তভোগী তরুণী ফেসবুকে করা পোস্টে লিখেছেন, এই দেশে মেয়েদের মলেস্ট হওয়া, হ্যারাস হওয়া, রেপ হওয়া, গালি খাওয়া স্বাভাবিক ভেবে মেনে থাকতে পারলে থাকেন, নাইলে এই রাগে দুঃখে ট্রমাটাইজ হয়ে সুইইসাইড করেন, মরে যান, যা খুশি করেন কিন্তু প্রতিরোধ কিংবা বিচারের আশা কইরেন না!!

রিকশার পেছন থেকে এসে একটা লোক বাইক নিয়ে আমার বুক খামচে টেনে হিচড়ে জামা ছিড়ে আমাকেই গালাগাল করতে করতে চলে গেলো, আশেপাশে একটা পুলিশ নাই, আমার চিৎকার শুনে!! একটা মানুষ এসে ধরলোনা আমি কিচ্ছু করতে পারলাম না!! আমার শরীর এখনো কাঁপতেছে ভয়ে!!

আমি ভয়ংকরভাবে মেন্টালি আন্সটেবল গত কয়েকমাস যাবত। আজকেও আমার মনের অবস্থা ঠিক ছিলোনা। বাসায় ফিরতেছিলাম কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে। এমন কি খারাপ ছিল আমার এই ড্রেসে যার কারনে এমন ঘটনা ঘটলো?!! সালোয়ার কামিজে একটা মেয়েকে কি নিয়ে দোষ দিবে??পোশাকের দোষ দেওয়া মানুষগুলো। আমার সাথে এমনটা কেন হলো? কখনো ভাবিনাই আমার ঢাকাশহরে আমার সাথেই এমন কিছু হতে পারে!! একটা মানুষ আগায় আসলোনা!! একটা মানুষও না!!

এই দেশে বসবাস করে হলে বিনিময়ে লম্পটদের রাস্তাঘাটে গায়ে হাত দেয়ার পারমিশন দিতে হবে??! নাকি বাসার বাইরে বের হওয়া বন্ধ করে দিবো এখন সন্ধ্যার পর??! আর কারে গিয়ে বললে একটু স্বাভাবিক সিকিউরভাবে এদেশে বাঁচতে পারবো???

এ বিষয়ে তরুণী বলেন, ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে বিষণ্ন থাকায় অন্য কোনো দিকে আমার মনোযোগ ছিল না। আমার গলায় কোনো ধরনের গয়না ছিল না। ‘আমার হাতে মুঠোফোন ও কানে হেডফোন ছিল। এএফ রহমান হলের সামনে পেছন থেকে একটা মোটরসাইকেল আসে। হেলমেটধারী ওই ব্যক্তি হঠাৎ এক হাত মোটরসাইকেলে রেখে অন্য হাতে বাঁ পাশ থেকে আমার গায়ে হাত দেয়। জোরে টান দেওয়ার কারণে আমার জামা ছিঁড়ে যায়। তখন আশপাশে অনেক মানুষ ছিল। আমি চিৎকার করলেও কেউ সেভাবে খেয়াল করেনি।’

সাংবাদিকদের তিনি বলেন,তিনি মোটরসাইকেলের নম্বর প্লেটটিও খেয়াল করেননি ব্যক্তিগত কারণে বিষণ্ন থাকায়। তিনি ভাইয়ের ধানমন্ডি বাসা থেকে পুরান ঢাকায় নিজের বাসায় যাচ্ছিলেন রিকশায় করে। তবে পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, এরই মধ্যে আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি দেখার অনুরোধ করেছি। বাকি বিষয়গুলো পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

‘বিশ্ববিদ্যালয় যেহেতু উন্মুক্ত তাই পথচারীদের কেউ যদি কোনো বখাটের দ্বারা নিপীড়নের শিকার হন তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানবিকতার দিক বিবেচনায় যথাযথ প্রক্রিয়ায় সর্বাত্মক আইনি সহযোগিতা করবে।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *