বিনোদন

যৌন মানসিক নির্যাতন করায় শিল্পা শেঠী-রাজের বিরুদ্ধে ৭৫ কোটি রুপি দাবি

যৌন মানসিক নির্যাতন করায় শিল্পা শেঠী-রাজের বিরুদ্ধে ৭৫ কোটি রুপি দাবি।

পর্নো ছবি নির্মাণ আর বিপণনের অভিযোগে গ্রেপ্তার হয়ে শিল্পপতি রাজ কুন্দ্রা বেশ কিছুদিন কারাবন্দী ছিলেন। জামিনে ছাড়া পেয়েও নিস্তার নেই। অভিনেত্রী শার্লিন চোপড়া রাজ কুন্দ্রা ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে চলেছেন। শার্লিন এবার রাজ-শিল্পার বিরুদ্ধে মানসিক উৎপীড়নের অভিযোগ এনে ৭৫ কোটি রুপি দাবি করেছেন।

কিছুদিন আগে শিল্পা আর রাজ শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানি মামলা করেন। জবাবে এই দম্পতিকে শার্লিন একটি আইনি নোটিশ পাঠিয়েছেন।

এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেছেন, ‘রাজ কুন্দ্রা আর শিল্পা শেঠি আমাকে হুমকি দিয়েছেন। ওরা আমাকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়ানোর ব্যবস্থা করিয়েছেন। তারা আমার বিরুদ্ধে মানহানি মামলার নোটিশ পাঠিয়েছেন। কিন্তু ভয় পাওয়ার পাত্রী আমি নই।’ তিনি আরও বলেছেন, ‘পুলিশের কাছে আবেদন জানাচ্ছি যে আমার বয়ান যেন তারা রেকর্ড করে, যাতে এই মামলাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার ওপর মানসিক হেনস্তার অভিযোগে ওদের (শিল্পা-রাজ) থেকে আমি ৭৫ কোটি রুপি দাবি করেছি।’

১৪ এপ্রিল জুহু পুলিশ স্টেশনে শার্লিন চোপড়া যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন রাজের বিরুদ্ধে। এ বিষয়ে রাজের বক্তব্য, এ অভিযোগ একদম ভিত্তিহীন। পরে ১৯ জুলাই মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রাকে মাড আইল্যান্ড থেকে গ্রেপ্তার করে। এরপর থেকে রাজ কারাবন্দী ছিলেন। ২০ সেপ্টেম্বর মুম্বাইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ৪৬ বছর বয়সী এই ব্যবসায়ীর জামিন মঞ্জুর করে ।

২০০৯ সালে রাজ আর শিল্পার বিয়ে হয়। তাদের দুই সন্তানের নাম বিয়ান আর সমীশা।

আরও সংবাদঃ যৌন মানসিক নির্যাতন করায় শিল্পা শেঠী-রাজের বিরুদ্ধে ৭৫ কোটি রুপি দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *