অন্যান্য

মাস্ক পরা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে ঘরের বাইরে যেতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল শিক্ষা বিভাগ আজ মঙ্গলবার (২১ জুলাই) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সূত্রে জানা গেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে ১২ হাজার ৮৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ২ লাখ ১০ হাজার ৫১০ জনের করোনা শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন।

প্রসঙ্গত, দেশের ৮০টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে। ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *