অন্যান্য

বাঁশখালীতে সিমেন্ট বোঝাই ট্রাকসহ ব্রিজ ধস

বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের বহদ্দারহাটের পেকুয়া সীমান্ত ব্রিজ সিমেন্ট বোঝাই ট্রাকসহ ধসে পড়েছে।

গতকাল শনিবার (৩০ মে) রাত ১১ দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে পেকুয়া, চকরিয়া, মহেশখালী, কুতুবদিয়ায়  শত শত যানবাহন ও লাখো  মানুষ যাতায়াত করে থাকেন।

দু র্ঘ টনা র পর আজ রবিবার (৩১ মে) দুপুরে বহদ্দারহাট ধসে পড়া ব্রিজ এলাকা পরিদর্শন করেন বাঁশখালী উপজেলার নির্বাহী অফিসার মোমেনা আক্তার। এসময় তিনি দোহাজারী সড়ক বিভাগের কর্মকর্তাদের দ্রুততম সময়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার জন্য নির্দেশ দেন।

সড়ক ও জনপদ বিভাগ দোহাজারীর সহকারী প্রকৌশলী (এস.ও.) শহিদুল ইসলাম বলেন, বেইলি ব্রিজ বসিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার ব্যবস্থা চলছে। সিমেন্ট বোঝাই ট্রাক সরাতে উ দ্ধারকারী ট্রাক আনা হচ্ছে।

স্থানীয় পুইছড়ি ইউপি সদস্য মো. জহিরুল ইসলাম বলেন, ব্রিজটি ১৯৯৯ সালে নির্মাণ করা হয়। জলকদর খালের উপর শতাধিক ফুট দীর্ঘ সেতুটি ধসে ৫ উপজেলার লাখো মানুষ ভোগান্তিতে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *