অন্যান্য

ফেসবুক লাইভে ২৪ ঘণ্টায় এক কোটি টাকা তুললেন তাশরীফ

ফেসবুক লাইভে ২৪ ঘণ্টায় এক কোটি টাকা তুললেন তাশরীফ।

দেশের কয়েকটি জেলা বন্যার কবলে পড়েছে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে। যার ফলে দুর্বিষহ দিন পার করছেন লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে। দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বন্যা কবলিত অসহায় মানুষদের পাশে দাড়াতে এগিয়ে এসেছে। সংগীতশিল্পী তাশরীফ খান তাদেরই একজন। বন্যার্তদের পাশে যে কজন আলোচিত ব্যক্তি দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছেন সিলেট ও সুনামগঞ্জে তাশরীফ তাদের অন্যতম।

সিলেটে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় তাশরীফ ও তার দল সেখানকার মানুষের সাহায্যর জন্য প্রায় ১৬ লাখ টাকার তহবিল গঠন করে। যেখানে সহযোগীতা পাঠিয়েছেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান। এরপর আরও মানুষের কাছে সহায়তা কামনা করেন তাশরীফ
ফেসবুক লাইভে। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি জানান ২৪ ঘণ্টার মধ্যে এক কোটি টাকার বেশি অনুদান পেয়েছেন।
তাশরীফ বলেন, ‘প্রথম লাইভে ১৬ লাখের পর গতকাল করা তার দ্বিতীয় লাইভ থেকে বুধবার (২২ জুন) রাত পর্যন্ত আরও ১ কোটি টাকার বেশি অনুদান এসেছে। এই টাকা দিয়ে অন্তত ১০ হাজার পরিবারকে সহায়তা করতে পারবো।’

এর আগে রবিবার তাশরীফ বলেন, ১২ জুন আমি দেশে ফিরি সিঙ্গাপুরে একটি শো শেষ করে। পরদিন ১৩ জুন সিলেটে ছুটে যাই। সেখানে ছুটে যাই মূলত এর আগে হয়ে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত কিছু মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে। কিন্তু ঘটনা বদলে যায় ১৪ জুন থেকে টানা বৃষ্টি আর বন্যায়। ভয়াবহ বন্যায় ভেসে যায় সিলেট-সুনামগঞ্জসহ আশপাশের এলাকা। লাখ লাখ মানুষ অসহায় হয়ে পড়ে। এ অবস্থায় ফেসবুকের মাধ্যমে
সিলেটে থেকেই আমি তবহিল সংগ্রহ করি। যতটুকু পারছি আমরা সাধ্যমতো চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়াতে।

এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ প্রশংসিত হয়েছে তাশরীফের এই উদ্যোগ।এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানোয় অনেকেই তাকে বাহবা দিচ্ছেন, তার জন্য দোয়া করছেন।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *