অন্যান্য

ফেরী ঘাটে মানুষের মারাত্নক চাপ, ভিড় সামাল দিতে হিমসিম কোস্টগার্ড ও পুলিশ

ফেরী ঘাটে মানুষের মারাত্নক চাপ, ভিড় সামাল দিতে হিমসিম কোস্টগার্ড ও পুলিশ। আগামীকাল ১ আগষ্ট রবিবার থেকে খোলা হচ্ছে গার্মেন্টস ও শিল্প কারখানা। এই সুবাধে কর্মস্থলে ফিরতে শুরু করেছে বাড়ীতে থাকা লোকজন। যে যেভাবে পারছে চেষ্টা করছে কর্মস্থলে ফিরতে। গণপরিবহণ বন্ধ থাকায় অনেক কষ্ট করে ফিরতে হচ্ছে তাদের। এদিকে কাল থেকে (রোববার) পোশাক কারখানা খুলে দেওয়ার খবরে ভোলার ইলিশা ফেরিঘাটে হঠাৎ করে দেখা গেছে মানুষের ঢল।

ঢাকা ও চট্টগ্রামগামী কয়েক হাজার যাত্রী ভিড় জমান আজ শনিবার ভোর থেকে। এই বিপুল পরিমাণে যাত্রীদের ভিড় সামাল দিতে হিমসিম খাচ্ছে কোস্টগার্ড ও পুলিশ সদস্যরা।সরজমিনে দেখা গেছে, শেষ পর্যন্ত ফেরি কিষানীতে কোনও যানবাহন ওঠতে পারেনি শুধুমাত্র যাত্রীদের চাপে। ফেরির পরিদর্শক কামরুল ইসলাম জানান, গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৫টি ফেরিতে ছিল একই অবস্থা। ভোর সাড়ে ৫টার দিকে ছেড়ে গেছে ফেরি কুসুমকলি।সকাল সোয়া ১০টার দিকে প্রায় ৩ হাজার যাত্রী নিয়ে ছেড়ে যেতে বাধ্য হয় ওই ফেরিটি।

ফেরির স্টাফরা জানান, যাত্রীদের চাপে ফেরিতে কোন যানবাহন তো দূরের কথা একটি মোটরসাইকেলও ওঠতে পারেনি।

আরো সংবাদঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *