ফেনী

ফেনী ফাজিলপুরে সেই বৃদ্ধকে চিকিৎসা দেয়া পল্লী চিকিৎসকের বাসা লকডাউন

ফেনী শহরের উকিলপাড়ায় এক পল্লী চিকিৎসকের বাসা লকডাউন করেছে প্রশাসন। ওই চিকিৎসক সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুরে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া নুর নবীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় ১নং ওয়ার্ড কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ শুক্রবার বিকালে মডেল থানা পুলিশের উপস্থিতিতে উকিলপাড়া এলাকায় অনামিকা ভবন লকডাউন করে দেয়া হয়। ভবনটিতে ওই পল্লী চিকিৎসক স্বপরিবারে বসবাস করতেন। ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন এবং লকডাউন লিখা সম্বলিত একটি নোটিশ সেঁটে দেন । এলাকার নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহযোগিতায় তাই ভবনটিকে লকডাউন করা হয়েছে। ভবনের বাসিন্দাদের খাদ্য সংকট কিংবা কোনো জরুরী প্রয়োজন দেখা দিলে তারা মোবাইলে যোগাযোগ করলে আমরা পৌঁছে দিব।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, উকিলপাড়ায় বাড়িটি লকডাউন করার বিষয়টি মডেল থানা পুলিশ তাকে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *