ফেনী

ফেনীতে ১৯টি বুথে চলছে করোনা টিকা নিবন্ধন

শুক্রবার (০৫ফেব্রুয়ারী) সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে’র ডা: সাজ্জাদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন বুথ উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন। এসময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসেন বলেন, ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের ৮টি, ৫টি উজেলায় ২টি করে ১০টি ও ফেনী পুলিশ লাইনে ১টি, মোট ১৯ টি বুথে করোনা টিকা নিবন্ধন চলবে।

তিনি আরো জানান, ৭ ফেব্রুয়ারী সকালে ফেনী জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হবে । প্রতিটি বুথে ১৫০ জনকে টিকা দেয়া সম্ভব হবে। এ হিসেবে জেলায় প্রতিদিন টিকা দেয়া যাবে ২৮৫০ জনকে। চাহিদা থাকলে বুথ আরও বাড়ানো হবে বলেও তিনি জানান।

সিভিল সার্জন জানান, নিবন্ধন ছাড়া কাউকে টিকা প্রদান করা হবেনা।

করোনার টিকার ব্যাপারে সিভিল সার্জন আরো বলেন, টিকা নিতে ভয়-ভীতির কোন কারণ নেই, এ টিকা পরীক্ষিত। তিনি আরো বলেন, করোনার টিকার জন্য নিবন্ধন করতে হলে সঙ্গে করে আনতে হবে জাতীয় পরিচয় পত্র। তিনি নিজেও ৭ ফ্রেব্রুয়ারী টিকা নিবেন বলেন ফেনীবাসীকে আশ্বস্ত করেন।

ফেনীতে বুথে এসে ১ম নিবন্ধন করেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *