ফেনী

ফেনীতে ফের বাড়ছে করোনার সংক্রমণ সচেতনতার বালাই নেই জনসাধারণের মাঝে

ফেনীতে আবারো আশংকাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। গত ছয়দিনে জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৪৭ জন। এদের মধ্যে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়েছে ৩৫ জন।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, সবশেষ গতকাল (রবিবার) ৬৭ জনের নমুনা পরিক্ষার প্রতিবেদনে ১০ জনের মাঝে করোনার সংক্রমণ পাওয়া যায়। এর আগে গত বৃহস্পতিবার ৪৮ জনের নমুনা পরিক্ষায় ১৮ জনের শরীরে করোনা সনাক্ত হয়।

রবিবার আক্রান্ত ১০ জনের মধ্যে সদর উপজেলায় ৮ জন ও দাগনভূঞায় ২ জন রয়েছে।

এদিকে সংক্রমণের হার বৃদ্ধি পেতে শুরু করলেও এতে জনসাধারণের কোনো ভ্রুক্ষেপ নেই। করোনার প্রথমদিকে সবার মাঝে কিছুটা ভয়ভীতি কিংবা সচেতনতা থাকলেও পরবর্তীতে গত কয়েকমাস করোনার প্রকোপ কিছুটা কমার পর থেকে আর কারো মাঝে বিন্দুমাত্র সচেতনতা নজরে আসেনি।

স্বাভাবিক নিয়মেই চলছে শহর কিংবা গ্রামীণ জনপদের মানুষের দৈনন্দিন জীবনযাপন। সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলা কিংবা সামাজিক দূরত্ব বজায় রাখা এর কোনটিরই দেখা মিলছেনা জনসাধারণের মাঝে।প্রতিনিয়ত বেলা বাড়ার সাথে সাথে শহরাঞ্চলে দেখা মিলছে মানুষের উপচে পড়া ভীড়। করোনার প্রকোপের মধ্য দিয়েই গা ঘেঁষাঘেঁষি করে বড় বাজার,বাণিজ্য মেলা, কাঁচাবাজার কিংবা শপিংমল গুলোতে ভীড় জমাচ্ছে মানুষ।

এছাড়াও স্বাভাবিকভাবেই চলছে সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় আচার-অনুষ্ঠান কিংবা সভা-সমাবেশগুলো। এতে করে করোনা আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে মনে করছেন সচেতন মহলের নাগরিকরা।

মন্ত্রী পরিষদ কর্তৃক স্বাস্থ্যবিধি প্রতিফলনের আদেশের পর জনসাধারণের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করণে কঠোর হতে দেখা গিয়েছিল উপজেলা প্রশাসনকে। মাস্ক ব্যবহার না করার দায়ে অনেককেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানাও করা হয়।

তবে করোনার প্রথমদিকের ন্যায় বর্তমানে সংক্রমণ নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে সরকারের স্বাস্থ্য বিভাগ কিংবা তথ্য মন্ত্রণালয় কর্তৃক কোনো কাজ বা জনসচেতনতায় প্রচার প্রচারণা দৃশ্যমান হচ্ছে না।

জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে গতকাল (রবিবার) পর্যন্ত ফেনীতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ৪ শত ১৩ জন। এদের মধ্যে এখন অবদি সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ১শত ৫৪ জন।

আর জেলা সিভিল সার্জন ও জেলা আওয়ামী লীগের সভাপতি সহ মোট মৃত্যুবরণ করে ৪৫ জন।

মৃতদের মধ্যে ৩৮ জন পুরুষ ও ৭ জন নারী রয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সোনাগাজীতে ১১ জন, দাগনভূঞা উপজেলায় ৮ জন, ছাগলনাইয়ায় ৬ জন, পরশুরামে ৩ জন ও ফুলগাজীতে একজন রয়েছে। এমতাবস্থায় সংক্রমণের প্রকোপ কমাতে ব্যক্তি সচেতনতার বিকল্প নেই বলে মনে করছেন সচেতন মহলের নাগরিকরা। সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি জনসমাগম বন্ধ করা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

এছাড়া সবাইকে বাসার বাইরে বের হওয়ার সময় মাস্ক পরিধান, জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলা, জনসমাগমে হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলা সহ কোভিডের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানিয়েছেন জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

উল্লেখ্য, গত বছরের ১৬ এপ্রিল জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নে প্রথম করোনা রোগী সনাক্ত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *