অন্যান্য

চট্টগ্রামের তিন টেন্ডারবাজের নাম এলো কাদের মির্জার মুখে

ওবায়দুল কাদেরের সড়ক পরিবহন মন্ত্রণালয়ে চিহ্নিত কয়েকজন টেন্ডারবাজকে নিষিদ্ধ ঘোষণা করার দাবি তুলেছেন মন্ত্রীর ভাই নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এর মধ্যে চট্টগ্রামের তিন টেন্ডারবাজের নামও তিনি উল্লেখ করেছেন। চট্টগ্রামের এই তিনজন হলেন— আনাছ, বাবু ও আজাদ। তবে তাদের বিস্তারিত পরিচয় তিনি জানাননি।

সাম্প্রতিক সময়ে আলোচিত আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।

রোববার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাইভে এসে কাদের মির্জা অভিযোগ করেন, ‘আমাদের আত্মীয়তার পরিচয় দিয়ে কেউ কেউ টেন্ডার বাণিজ্য করছে। এটি চলতে দেয়া যায় না। আমি আজকে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সড়ক সচিব নজরুল ইসলাম সাহেবকে কয়েকজনের নাম বলেছি। আপনি তাদেরকে কোনো অবস্থাতেই আপনাদের অফিসে স্থান দিতে পারবেন না। তাদেরকে নিষিদ্ধ করুন।’

তিনি বলেন, এদের মধ্যে রয়েছে আমাদের ভাগিনা পরিচয়দানকারী ইস্কান্দার মির্জা শামীম, কোম্পানীগঞ্জের মিজানুর রহমান বাদল এবং চট্টগ্রামের আনাছ, বাবু ও আজাদ।’

তিনি আরও বলেন, ‘এদের মধ্যে ইস্কান্দার মির্জা শামীম লক্ষীপুরের কাউছার হামিদ মজুমদারকে কাজ নিয়ে দেবে বলে দুই কোটি টাকার চেক নেয়। এর মধ্যে ব্যাংক থেকে এক কোটি টাকা তুলে ফেলেন। কিন্তু তার কাজ তিনি এখনও পাননি। ওই লোকের থেকে টাকা নিয়েও তিনি কাজটি তাকে দিচ্ছেন না। তিনি অন্য লাইসেন্স দিয়ে কাজটি ভাগিয়ে নেন।’

কাদের মির্জা বলেন, ‘আগামী এক মাসের মধ্যে, একত্রিশ দিনও হতে পারবে না, যদি নোয়াখালীর অপরাজনীতির সমস্যার সমাধান না হয়, অথবা অপরাজনীতির বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়া হয়। আমরা ঢাকাতে সংবাদ সম্মেলন করে পরের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *