খেলাধুলা

নেইমারের গোলে জাপানের বিপক্ষে কষ্টের জয় ব্রাজিলের

আগের ম্যাচেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছিল সেলেসাওরা। এক ম্যাচ পরেই জাপানের বিপক্ষে জয় পেতে রীতিমতো ঘাম ঝরিয়েছে নেইমারের ব্রাজিল।

জাপানের জাতীয় স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের একমাত্র গোলে ১-০ ব্যবধানের কষ্টের জয় পেয়েছে দলটি। ম্যাচে মোট ২১টি আক্রমণ করেছিল ব্রাজিল। তারমধ্যে ৫টি ছিল গোলমুখে। জাপান ৭টি আক্রমণ করলেও কোনো শটই জাল বরাবর রাখতে পারেনি।

বৃষ্টির মধ্য দিয়ে এদিন দুই দলের খেলা শুরু হয়। ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত ব্রাজিল। তবে ভাগ্য সহায় ছিল না নেইমারের। ম্যাচের দ্বিতীয় মিনিটে দারুণ এক টাচে গোলমুখে শট নেন এই ব্রাজিলিয়ান তারকা। তবে গোলবারে লেগে ফেরে বলটি।

এরপর নিয়মিত বিরতিতেই আক্রমণ করতে থাকে ব্রাজিলিয়ানরা। তবে জাপানের ডি বক্সের সামনে এসেই যেন খেই হারিয়ে ফেলতে থাকে দলটি। জাপানও নিজেদের ডিফেন্সে ব্রাজিলিয়ানরা আসতেই মৌমাছির চাকের মতো ঘিরে ধরছিল তাদের।

যার কারণে নেইমার-ভিনিসিয়াস জুনিয়র কিংবা লুকাস পাকুইতারা সুবিধা করে উঠতে পারছিল না। এরমধ্যেও নেইমার দারুণ কিছু সুযোগ তৈরি করেছিল তবে জাপানের গোলরক্ষক এস গোন্ডার দারুণ সেইভে প্রথমার্ধে দুই দলই গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে।

দ্বিতীয়ার্ধেও মাঠে নেমে দারুণ খেলতে থাকে সেলেসাওরা। একের পর এক সুযোগ সৃষ্টি করতে থাকে দলটি। তবে কিছুতেই যেন পেরে উঠছিল না। অবশেষে ম্যাচের ৭৭ তম মিনিটে এসে জয়সূচক একমাত্র গোল আদায় করে নেয় ব্রাজিলিয়ানরা।

অবশ্য পেনাল্টি থেকে গোল করেন নেইমার। পেনাল্টি আদায় করে নেন আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রিচার্লিসন।

ম্যাচের বাকি সময়ে জাপান চেষ্টা করলেও গোলমুখে কোনো শটই রাখতে পারেনি স্বাগতিকরা।

Selahaddin
HACKED BY ZYN3V4N / AYYILDIZ TİM TÜRKLERLE DOST OL DÜŞMAN OLMA!
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *