ছাগলনাইয়া দাগনভূঞা

দাগনভুঞায় করোনা উপসর্গ নিয়ে আলীপুর স্কুল এন্ড কলেজ অধ্যক্ষের মৃত্যু

দাগনভূঞা উপজেলার উ:আলীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার উদ্দিন(৫৩) আর নেই।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বুধবার দিবাগত রাত দুইটার দিকে ফেনী মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

হাসপাতাল সুত্র জানায়,অধ্যক্ষ আনোয়ার উদ্দিন গত কদিন ধরে জ্বরে ভূগছিলেন।বুধবার শ্বাসকষ্ট দেখা দিলে সন্ধ্যায় তিনি ফেনী মেডিনোভা হাসপাতালে আসেন। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।রাতে শ্বাস কষ্ট বেড়ে দুইটার দিকে তিনি মৃiত্যুর কোলে ঢলে পড়েন। মৃiত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

শহরের ডাক্তার পাড়ায় তিনি সপরিবারে দীর্ঘদিন বসবাস করে আসছেন। এখানে অন্বেষা স্কুল ও কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন তিনি। ২০১৮ সালে এটি বন্ধ করে দেন।উ:আলীপুর হাই স্কুলে তিনি সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন। পরে প্রধান শিক্ষক হন।তার আপ্রাণ চেষ্টায় স্কুলটি কলেজ মানে উন্নীত হয়।

তার গ্রামের বাড়ি ছাগলনাইয়া উপজেলার শুভপুরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *