অন্যান্য

চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ কিশোর ধরা

যে বয়সে তাদের স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হওয়ার কথা, সেই বয়সে তারা করছে ছিনতাই। ছোরাসহ এমনই ৩ কিশোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) বিকেল আড়াইটায় চট্টগ্রামের আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচ থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মুরাদপুর থেকে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে ৩ কিশোর ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি পাঁচলাইশ থানার টহল পুলিশের নজরে আসলে সন্দেহজনকভাবে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছে পাওয়া যায় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত তিনটি ছোরা। পরে পুলিশ ৩ কিশোরকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছে দেয়।

আটককৃতরা হল চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটের আব্দুর রবের ছেলে মোহাম্মদ রাকিব (১৬), ভোলার লালমোহন থানার বটগাছ তলির মনির হোসেনের ছেলে মো. নয়ন (১৪) ও নোয়াখালী বেগমগঞ্জ থানার চৌমুহনী আবুল হাসেমের ছেলে রাসেল (১৪)। তিনজনের বাড়ি ভিন্ন জেলায় হলেও তারা চট্টগ্রাম শহরেই বসবাস করে।

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে অবস্থান করে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন কিশোরকে আটক করা হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মামলার পর তাদের আদালতের মাধ্যমে সংশোধনাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *