অন্যান্য

চসিকের নতুন মেয়র রেজাউল করিমের দায়িত্ব গ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নতুন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব গ্রহণ করেছেন।

এ উপলক্ষে আয়োজন করা হয় সুধী সমাবেশ।

নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এর আয়োজনে সমাবেশ শুরু হয়।

আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাণের মেলায় পরিণত হয় মিলনায়তন।
সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঞ্চে উপস্থিত ছিলেন চসিকের বিদায়ী প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, চুয়েট উপাচার্য ড. রফিকুল আলম, চবির সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ, ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, নগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, চসিকের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলররা।

গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. শাহাদাত হোসেনকে তিন লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন রেজাউল করিম চৌধুরী। ১১ ফেব্রুয়ারি ঢাকায় চসিক মেয়রকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *