অন্যান্য

চট্টগ্রাম বোর্ডে ৫২ হাজার আবেদন : এসএসসির উত্তরপত্র পুনর্মূল্যায়ন

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন জমা পড়েছে।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ সোমবার বলেন, এবার ২০ হাজার ৫৫০ জন পরীক্ষার্থী মোট ৫২ হাজার ২৪৬টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন।

ইংরেজির দুই পত্র মিলিয়ে সবচেয়ে বেশি- ছয় হাজার ৭৩৯টি আবেদন জমা পড়েছে বোর্ডে। আর সাধারণ গণিতে জমা পড়েছে চার হাজার ৭২৮টি আবেদন।

এছাড়া রসায়নে চার হাজার ৩৩০টি, জীব বিজ্ঞানে তিন হাজার ৫১৬টি, বাংলা দুইপত্র মিলিয়ে তিন হাজার ২২৮টি, বিশ্ব পরিচয়ে তিন হাজার ৮৪টি, পদার্থবিদ্যায় দুই হাজার ৭৬৫টি এবং ইসলাম ধর্মের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য দুই হাজার ৪০টি আবেদন জমা পড়েছে।

গত ৩১ মে ঘোষিত এসএসসির ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ৮৪ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮ জন।

২০১৯ সালে মোট ১৯ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী ৪৪ হাজার ২৯৭টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন। সূত্র: cplusbd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *