অন্যান্য

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

চট্টগ্রামের বায়েজিদে  আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা নিয়ে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন তিনজন। এই ঘটনা ঘটে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বায়েজিদের দুবাই হোটেলের সামনে।

স্থানীয়রা জানান, দু’পক্ষই সাবেক সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।

আহতরা হলেন- মো. খাদেমুল ইসলাম (৩২), মো. আনোয়ার হোসেন (৫০) ও মো. ইউছুফ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূর আলম আশেক বলেন, ‌‘বায়েজিদে কেক কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে একজনকে ভর্তি দেওয়া হয়েছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান  বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার কথা শুনেছি। তবে থানায় এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। বিষয়টি অভিযোগ পাওয়ার পর খতিয়ে দেখা হবে।’

বায়েজিদ থানা আওয়ামী মৎসজীবী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবলু বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বায়েজিদ বোস্তামী মাজারের পাশে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিলাম।  বায়েজিদ হাকার্স লীগের সাধারণ সম্পাদক রিপন হত্যার আসামি দিদার ও মহিউদ্দিনের  অনুসারীরা সভা চলাকালীন সময়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাদের তিনজন লোক আহত হয়েছে। আহতরা চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরলে এ বিষয়ে থানায় মামলা করবো। তারা নেত্রীর জন্মদিনের কেক নষ্ট করে দিয়েছে।

তবে অভিযুক্ত মহিউদ্দিনের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে কোনো সাড়া মেলেনি।

এ বিষয়ে মো. দিদার বলেন, ‘আমি আজ চন্দনাইশ উপজেলার প্রোগ্রামে ছিলাম। যতটুকু শুনেছি একইস্থানে পাশাপাশি কেক কাটার প্রোগ্রাম ছিল জালালাবাদ ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগেরও।

প্রোগ্রাম শেষে যখন ছাত্রলীগ নেতা-কর্মীরা স্থান ত্যাগ করছিল তখন আওয়ামী লীগের প্রোগ্রামে উপস্থিত মঞ্চের সামনে থেকে কোকের বোতল ছুড়ে মারা হয়। আর তাতেই সংঘর্ষ বাধে।’

আরও সংবাদঃ চট্টগ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ। সুত্রঃ পূর্বকোণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *