Uncategorized অন্যান্য

একদিনে আরও ২২ জন, করোনা শনাক্তে ডাবল সেঞ্চুরি পটিয়ায়

চট্টগ্রামের পটিয়ায় একদিনে সর্বোচ্চ ২২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (১০ জুন) রাতে চট্রগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি নতুন এসব আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

এদের মধ্যে পটিয়া থানার পুলিশ, চিকিৎসকসহ বেশ কয়েকটি ইউনিয়ন ও পৌরসভার বাসিন্দা রয়েছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১০ জুন সিভাসু’র করোনার পিসিআর ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১০৮ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে ৬০ জন নগরীতে আর বাকি ৪৮ জন বিভিন্ন উপজেলায় শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামের উত্তর ও দক্ষিণ জেলার সব উপজেলাকে ছাপিয়ে সর্বোচ্চ ২২ জনের করোনা পজিটিভ আসে পটিয়ায়। এ পর্যন্ত ২০৯ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাই সব উপজেলাকে টপকিয়ে দু’শতকের ঘর অতিক্রম করেছে এখন পটিয়ায়।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, গত ৬ জুন পটিয়া হতে ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য করোনা ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে গত ১০ জুন রাতে ২৩ জনের রিপোর্টে করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে একজন ছিল ফলোআপ। তারও পুনরায় পজিটিভ আসে।

নতুন শনাক্ত হওয়া রোগীদের নিয়ে পটিয়ায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২০৯ জনে। বর্তমানে ২ জন করোনা আক্রান্ত রোগী চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, ১ জন ঢাকার একটি হাসপাতালে ও অন্যরা বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এখন পর্যন্ত ৭২ জন সুস্থ হয়েছেন। পটিয়া হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি আছেন আজ পর্যন্ত ১০ জন, হোম আইসোলেশনে আছেন ৭০ এবং ৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

এছাড়াও করোনার উপসর্গ নিয়ে আরও অনেকের মৃত্যু হয়েছে। তাদের অনেকের নমুনা পর্যন্তও সংগ্রহ করা হয়নি বলে দাবি করেছেন পরিবারের লোকজন।

এদিকে, করোনা পজিটিভ হওয়া ২৩ জনের মধ্যে রয়েছে ইশ্বরখাইন এলাকার ৫০ বছর বয়সী একজন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার ও ১ জন উপসহকারী মেডিকেল অফিসারসহ ২ জন, পটিয়া সূর্যের হাসি হাসপাতালের ৪০ বছর বয়সী ১ জন, হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৫০ ও ২৮ বছর বয়সী দুই জন মহিলা এবং ৩০ বছর বয়সী ১ জন পুরুষ, বড়লিয়া ইউনিয়নের বারইপাড়ার ৩৫ ও ৬৫ বছর বয়সী দুজন মহিলা, জঙ্গলখাইন ইউনিয়নের ৭০ বছর বয়সী একজন মহিলা, ধলঘাট ইউনিয়নের ২৯ বছর বয়সী একজন পুরুষ ও পটিয়া থানা পুলিশের ৩ সদস্য। তাদের মধ্যে ২ জন নতুন ও ১ জন দ্বিতীয়বার পরীক্ষায় পজিটিভ আসে। কচুয়াই ইউনিয়নের ৩ নম্বর ওয়াডের ৩০ বছর বয়সী একজন পুরুষ। পটিয়া পৌরসভার সুচক্রদন্ডী ২ নম্বর ওয়াডের ৩০ বছর বয়সী একজন মহিলা ও ৩৪ বছর বয়সী একজন পুরুষ, ৫ নম্বর ওয়াডের ৩০ বছর বয়সী একজন মহিলা, পাইকপাড়া এলাকার ৬ নম্বর ওয়াডের ৫০ ও ২০ বছর বয়সী দুজন পুরুষ এবং ৪০ বছর বয়সী একজন মহিলা, বাহুলী ৭ নম্বর ওয়াডের ৫০ ও ২৪ বছর বয়সী দুজন মহিলা রয়েছেন।

এ ব্যাপারে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, বুধবার (১০ জুন) ২২ জনের করোনা পজিটিভ রির্পোট আসে। আমরা তাদের ঠিকানা অনুযায়ী নিজ নিজ বাড়িতে গিয়ে তাদের শারীরিক কন্ডিশন বিবেচনা করে হোম আইসোলেশন বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছি। সূত্র: চট্রগ্রাম প্রতিদিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *