ফেনী

কুমিল্লা বোর্ডে এসএসসির ফলাফলে সেরা ফেনী জেলা, জিপিএ-৫ পেয়েছে ৮৮২ জন

নিজস্ব প্রতিনিধি-ঃ চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লায় সেরা হয়েছে ফেনী জেলা।

কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. আসাদুজ্জামান জানান, বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ২২ শতাংশ হলেও ফেনীতে শতকরা ৮৮ দশমিক ১৫ শতাংশ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। রোববার প্রকাশিত এসএসসির ফলাফলে পাসের হার বিবেচনায় এ বোর্ডে সেরা ফলাফল করেছে ফেনী জেলার শিক্ষাপ্রতিষ্ঠান।

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, ফেনী জেলার ১৮১ স্কুল থেকে ১ লাখ ১৪ হাজার ২৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে কৃতকার্য হয় ১ লাখ ১২ হাজার ৫৫৫ জন।

তিনি আরও জানান, বোর্ডে মোট ১০ হাজার ২৪৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। ফেনীতে প্রাপ্ত জিপিএ-৫ সংখ্যা ৮৮২ জন। জেলায় সর্বোচ্চ ১৬৫ জন জিপিএ-৫ পেয়েছে ফেনী সরকারি পাইলট হাইস্কুল থেকে।

ফেনী সরকারি পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক হোসনে আরা বেগম জানান, তিন বিভাগ থেকে ৩৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হার ৯৮ দশমিক ৮৭ শতাংশ। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন অনুপস্থিতসহ ফেল করেছে চারজন।

ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত সাহা জানান, ২৯৫ জন শিক্ষার্থীর একজন অনুপস্থিত ব্যতীত সবাই কৃতকার্য হয়। জিপিএ-৫ পেয়েছে ১৪৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৯ দশমিক ৬৬ শতাংশ।

শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ফেনী সেন্ট্রাল হাইস্কুলের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম জানান, তাঁর বিদ্যালয় থেকে ৫৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ১৯ জন অকৃতকার্য হয়েছে। পাসের হার ৯৬ দশমিক ৮১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৮ জন শিক্ষার্থী।

অপরদিকে শহরের শাহীন একাডেমী স্কুল থেকে ৩৯৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৮৩ জন। পাসের হার ৯৬ দশমিক ২৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯২ জন শিক্ষার্থী।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সলিম উল্যাহ জানান, এবার ফেনী জেলা সর্বোচ্চ ৮৮.১৫ শতাংশ পাশ করে বোর্ডের শীর্ষ স্থানে অবস্থান করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *