অন্যান্য

করোনার: চট্টগ্রামে একদিনে আরও ১৮৫ রোগী শনাক্ত, মৃত্যু ২

চট্টগ্রামে ১ হাজার ৫৫১ জনের জনের নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ১৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৬১ জন নগরের ও ১৮ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ২৭ হাজার ৪১২ জন।

আজ শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় চট্টগ্রাম নগরে একজনের ও উপজেলা পর্যায়ে একজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের ও ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে ৪৯৬ জনের নমুনা পরীক্ষা করে ৬০ জনের ও সিভাসুতে ১৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১০ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।

ইম্পেরিয়াল হাসপাতালে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের ও শেভরণে ১০২ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের করোনা পাওয়া গেছে।

আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২২ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ধরা পড়েছে।

জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৪ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনা পাওয়া গেছে।

উল্লেখ্য, এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩২৯ জন; এর মধ্যে ২৩৩ জন নগরের ও ৯৬ জন উপজেলার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *