অন্যান্য

কক্সবাজার মেরিন ড্রাইভে পাহাড় ধস, সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক

কক্সবাজার মেরিন ড্রাইভে পাহাড় ধস, সেনাবাহিনীর সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক

কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কের কলাতলীর পর্যটন স্পট দরিয়ানগর ও হিমছড়ির মাঝামাঝি এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ জুলাই) ভোরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন এ পাহাড় ধসের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দক্ষিণ বনবিভাগের সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা। ভোরে পাহাড় ধস হওয়ায় হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি বলে অভিমত স্থানীয়দের। সড়কে মাটি এসে পড়ায় সকাল হতে যানবাহন চলাচল বন্ধ ছিল।

ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী স্কেভেটর দিয়ে মাটি সরানোর কাজ শুরু করেছে। প্রথমে একপাশের মাটি সরিয়ে দেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়ে উঠে। খবর পেয়ে জেলা ও রামু উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

রামু উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, গত কয়েকদিন ধরে থেমে থেমে টানা বর্ষণে পাহাড়ের মাটি নরম হয়ে গেছে।

শনিবার ভোরের কোন একসময় মেরিন ড্রাইভের রামুর হিমছড়ি-দরিয়ানগর এলাকার মাঝামাঝি পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। খবর পেয়ে সড়কটি পুরোপুরি স্বাভাবিক করতে দুপুর পর্যন্ত মাটি সরানোর কাজ অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *