খেলাধুলা

এই বিশ্বকাপে ভারত ফেবারিট ছিলনাঃ শোয়েব আখতার

আমি নিশ্চিত ছিলাম, ভারত ফাঁসবেই: শোয়েব আখতার।

ভারত নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে। এ যেন প্রথম ম্যাচের পুনঃসম্প্রচার।

বিরাট কোহলিরা পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হেরে যায়। তারা দুই ম্যাচ হেরে সেমিফাইনালের আগেই বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায়। অথচ তাদের
ফেবারিট হিসেবেই মানা হচ্ছিল।

অথচ টুর্নামেন্ট শুরুর আগে মওকা মওকা বিজ্ঞাপনে ভারতীয় টিভি চ্যানেল সয়লাব ছিল। বর্তমানসহ ফেসবুক-টুইটার-ইনস্টাগ্রামে সরব ছিলেন ভারতের সাবেক তারকারা।

এ নিয়ে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতারের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন

শোয়েব আখতার সেসব বির্তককে গায়ে না মেখে কোহলিদের ব্যর্থতার কারণ খুঁজেছেন।

তিনি নাকি আগেই জানতেন, এমনটা চলতে থাকলে ভারত ফেঁসে যাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

তার মতে, ভারতীয় তারকারা মাঠে খেলার চেয়ে ইনস্টাগ্রামে খেলতে বেশি আগ্রহী। যে কারণে মাঠে মন সংযোগ হারাচ্ছেন তারা। ব্যাটে-বলে মিলছে না।

এ স্পিডস্টার বলেন, ‘যা হওয়ার কথা, সেটাই হয়েছে। খুব বাজে খেলেছে ভারত। মনে হচ্ছিল, ভারত ম্যাচ খেলতেই আসেনি, শুধু নিউজিল্যান্ডই খেলতে এসেছে। ওদের গণমাধ্যমগুলো ওদের ওপর যে চাপ দিচ্ছিল, যেসব কথা বলা হচ্ছিল, আমি নিশ্চিত ছিলাম, ওরা ফাঁসবেই। আর সেটাই হয়েছে। ভারতের বোলিং বিভাগ যথেষ্ট দুর্বল ছিল।’

পরের ম্যাচে জয়ের জন্য কোহলিদের পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘ভারতের বোলিং বিভাগকে ঠিক করতে হবে। ইনস্টাগ্রামে ক্রিকেট খেলা ছেড়ে দিয়ে মাঠে খেলা শুরু করতে হবে।

কোহলিদের উদ্দেশে শোয়েব আরো বলেন, ‘দয়া করে নিজেদের মনোযোগ ধরে রাখো। এটা একটা প্যাশন, ফ্যাশন নয়। যেমন বোলিং বিভাগ তোমরা নিয়ে এসেছ, তাতে ম্যাচ জেতা কষ্টকর।’

আরও সংবাদঃ এই বিশ্বকাপে ভারত ফেবারিট ছিলনাঃ শোয়েব আখতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *