অন্যান্য

ইসরাইলের নতুন আতঙ্ক ইরানি জেনারেল হাজিজাদেহ

ইসরাইলের নতুন আতঙ্ক ইরানি জেনারেল হাজিজাদেহ।

একজন ইরানি জেনারেলের নাম বারবার উচ্চারিত হচ্ছে সম্প্রতি ইসরাইলি সেনাবাহিনীতে। তিনি হচ্ছেন জেনারেল আমির আলি হাজিজাদেহ। তাকে নয়া ‘কাসেম সোলাইমানি’ বলা হচ্ছে। কিন্তু কেন তাকে নিয়ে বর্বর ইহুদিবাদী রাষ্ট্রটির সেনাবাহিনী এত চিন্তিত।

এর কারণ লন্ডনভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, এ অঞ্চলে ড্রোন ও মিসাইল ব্যবহার করে কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে আইআরজিসির এয়ারফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহের হাত রয়েছে।

আমির আলি হাজিজাদেহ ‘নতুন কাসেম সোলাইমানি’ বলে মনে করেন ইসরাইলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরা।

যুক্তরাষ্ট্র মোসাদের সহায়তায় ২০২০ সালে বাগদাদে ড্রোন হামলায় কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। যদিও এখনও আমির আলি হাজিজাদেহ সোলাইমানির মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি। কিন্তু দেশে ও বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

ইরান এবং তার মিত্ররা মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ক্রমবর্ধমানভাবে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। ইহুদিবাদী রাষ্ট্রটির সমরবিদরা মনে করছে, মধ্যপ্রাচ্যের দেশটির ড্রোনের সক্ষমতা বৃদ্ধির এ কারিগর অন্যদের চেয়ে ইরানের শত্রুদের জন্য ‘ভয়ঙ্কর শত্রু’হিসেবে আবির্ভূত হচ্ছেন।

আরও সংবাদঃ ইসরাইলের নতুন আতঙ্ক ইরানি জেনারেল হাজিজাদেহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *