অন্যান্য

আ. লীগে যোগ দিতে লাইন ধরেছে বিএনপি নেতাকর্মীরা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগে যোগ দিতে বিএনপির নেতাকর্মীরা লাইন ধরেছে। তাদের জেলা পর্যায়ের অনেক নেতাই এখন আওয়ামী লীগে যোগ দিতে চাই। আজ শনিবার (২০ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

বিএনপির নেতাদের উদ্দেশে কাদের বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কি না, নির্বাচন আসুক প্রমাণ পাবেন। শেখ হাসিনার জনপ্রিয়তা কত উচুতে সেটাও প্রমাণ পাবেন। আমাদের প্রমাণ করতে হবে না, টের পাবেন। আপনাদের দলের নেতৃত্বের প্রতি নেতাকর্মীদেরই আস্থা নেই। আপনাদের দলের অনেকেই তো আমাদের কাছে আসে। বিএনপির কেন্দ্রীয়, জেলা পর্যায়ের অনেক নেতাই আওয়ামী লীগে যোগ দিতে চায়। আওয়ামী লীগের দরজাটা খুলে দিলে দেখা যাবে যোগদানের লাইন কত বড়।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের নেপথ্যের কুশিলবদের এখনো জানার বাকি আছে। এটা অস্বীকার করার নয় যে, এই পরিবারের হত্যাকাণ্ডের পর দলীয় নেতাদের ব্যর্থতা ছিল। এ সময় তিনি অভিযোগ করেন, জিয়াউর রহমান হত্যাকারীদের সাহস দিয়ে সমান অপরাধ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের বন্ধুত্ব আছে কিন্তু বিএনপির মতো কোনো প্রভু নেই।

বিএমএ মিলনায়তনে সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ,

সাবেক উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, ডা. কামরুল হাসান খান, আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, বিএমএ এর মহাসচিব ডা. শফিকুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *