অন্যান্য

আর কত প্রাণ গেলে এসব ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নিবে প্রশাসন

হাটহাজরী কলা বাগান বাসস্টেশন আলিফ হসপিটালের গাউছিয়া মার্কেটের তৃতীয় তলার উপরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া ইমন(২২) এর জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় আলাওল দীঘি পাড় মসজিদ মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

নিহত ইমন ফতেপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাহ আহম্মদের বাড়ির সিএনজি চালক জাগির আহম্মদের পুত্র। তিন ভাই দুই বোন এর মধ্যে ইমন বড়। সে কলাবাগান ক্লাসিক থাই অ্যালুমিনিয়ামের দোকানের কর্মচারী ছিলেন। দরিদ্র পরিবারের একমাত্র ভরসা। সকালে সবার সাথে নাস্তা খেয়ে চলে গেছে কর্মস্থলে। লেখাপড়া তেমন করতে পারেনি দরিদ্রতার কারণে। পরিবারের মুখে হাসি ফুঁটাতে জীবিকা নির্বাহে অ্যালুমিনিয়ামের কাজে জড়িয়ে গেছে।

এদিকে ইমনের আকস্মিক মৃত্যুর সংবাদ জানলে নিস্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। তার মা বাবা সন্তান হারিয়ে অশ্রুসিক্ত নয়নে বার বার মোর্চা যাচ্ছেন। আকাশ বাতাস হয়ে উঠেছে ভারী। ছুটে এসেছে দিকবেদিক থেকে আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন।

প্রসঙ্গত, গত সোমবার ৩০ নভেম্বর সকাল ১১টায় হাটহাজরী কলা বাগান বাসস্টেশন আলিফ হসপিটালের গাউছিয়া মার্কেটের ৩ তলার উপরে সাইনবোর্ড লাগাতে উঠে। ঝুঁকিপূর্ণ এ ভবনের সামনে ও পিছনে রয়েছে ১১/৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইন। অসাবধানতাবস্থায় ছুটে বিদ্যুৎ তারের উপর পড়ে যায়।

পুরো শরীরের ৭০শতাংশ পুড়ে গেছে। মুহুর্তেই আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তপক্ষ ইমনকে চমেক হাসপাতাল ৩৬ নং বার্ন এন্ড প্লাস্টিক সার্জারিতে ভর্তি করলেও অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল রেফার করে। কিন্তু ভাগ্যের পরিহাস কুমিল্লা পর্যন্ত পৌছাতেই গুরুতর আহত ইমনের জীবন প্রদীপ নিভে যায়। পরিবারের একমাত্র উপাজর্নের ভরসা তরতারজা প্রাণ কেড়ে নেয় ঘাতক বিদ্যুৎ।

এর আগেও একই এলাকায় বিভিন্ন সময়ে ৪ জনের প্রাণ চলে যায় বিদ্যুৎ স্পৃষ্টে। আইন না মেনে অপরিকল্পিত ভবন নির্মাণে বার বার দুর্ঘটনা সংগঠিত হওয়ায় স্থানীয়া ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত ঝুঁকিপূর্ণ বহুতল ভবন গুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *