অন্যান্য

চট্টগ্রামে পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করলেন নবনির্বাচিত মেয়র

চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী নির্বাচনী পোস্টার অপসারণ কার্যক্রম শুরু করেছেন।

বহদ্দারহাট এলাকায় শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে নিজ হাতে পোস্টার অপসারণ করেন তিনি।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, নগরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আমি উদ্যোগী হবো। চসিক প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে পোস্টার অপসারণের ব্যাপারে বলা হয়েছে। একইসঙ্গে নব-নির্বাচিত কাউন্সিলরদেরও নিজ নিজ এলাকা থেকে আজ ও আগামিকালের মধ্যে সব পোস্টার অপসারণ করতে বলা হয়েছে।

তিনি ক্লিন ও গ্রীণ সিটি গড়তে নগরবাসীর সহায়তা কামনা করেন।

এদিকে চসিক নির্বাচন উপলক্ষে টাঙানো প্রার্থীদের পোস্টার-ব্যানার অপসারণের নির্দেশ দিয়েছেন প্রশাসক খোরশেদ আলম সুজন। এরপর এসব ব্যানার ও পোস্টার অপসারণে কাজ শুরু করেছে চসিকের পরিচ্ছন্ন কর্মীরা।

স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের সমন্বয়কারী সালমান খান ইয়াসিন জানান, চসিক নির্বাচনে পরিত্যক্ত হওয়া পোস্টারগুলো সংগ্রহে ২য় দিনের কর্মসূচি চলছে। দুইটি গাড়িতে ২০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিভিন্ন স্পট থেকে পোস্টার সংগ্রহ করেছি। এসব পোস্টার মা ও শিশু হাসপাতাল সংলগ্ন বিদ্যানন্দের স্টোরে নিয়ে ফিল্টার করে যেগুলো লেখার উপযোগী সেগুলো আলাদা করা হচ্ছে। এই পোস্টার দিয়ে গরিব, অসহায় শিশুদের ‘লেখার খাতা’ তৈরির কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *