বিনোদন

৭ বছরের প্রেম ও ৬ বছর সংসারের ইতি টানলেন স্বাগতা

অভিনেত্রী স্বাগতা অবশেষে সাত বছরের প্রেম ও ছয় বছরের সংসার জীবনের ইতি টানলেন। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর চিত্রগ্রাহক রাশেদ জামানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই নায়িকা। আর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

স্বাগতা জানান, আমাদের মধ্যে বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই একটা পর্যায়ে দুই পরিবার মিলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। স্বাগতা বিচ্ছেদ বিষয়ে বলেন,আমরা উভয়ই আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। দুজনই ভেবেছি, অস্বাস্থ্যকর সম্পর্ক নিয়ে এগিয়ে যাওয়ার চেয়ে দুজনের বিচ্ছেদটা উত্তম।

আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়। এরপর যথাযথ নিয়ম মেনে আমরা সম্পর্কের ইতি টানি।

বিচ্ছেদের পর নতুন কারো সাথে সম্পর্কে জড়াবেন কি না জানতে চাইলে স্বাগতা বলেন, ‘এখনও তেমন কাউকে ভালো লাগেনি। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।’

পেশায় চিত্রগ্রাহক রাশেদ জামান। তিনি অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন।

salauddin
https://t.me/pump_upp
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published.