অন্যান্য

৭ দিনের মধ্যে চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের

দূষণ রোধে সাত দিনের মধ্যে চট্টগ্রামের অবৈধ ইটভাটা বন্ধ করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ ছাড়া, আদালত অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে যে সব প্রতিষ্ঠান পরিবেশ দূষিত করছে, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার একটি তালিকা আগামী ৩০ দিনের মধ্যে আদালতে জমা দিতে বলেছেন।

একই সঙ্গে আদালত একটি রুল জারি করে ইটভাটা বন্ধে সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, চার সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা চেয়েছেন।

এর আগে, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) একটি রিট আবেদন করে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ সব আদেশ ও রুল জারি করেন।

আবেদনের শুনানি চলাকালে আবেদনকারীদের আইনজীবী মনজিল মোরসেদ আদালতকে বলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাসহ বিভিন্ন এলাকায় শত শত অবৈধ ইটভাটা চলছে, যার ফলে পরিবেশ, জমি ও বনভূমির ক্ষতি হচ্ছে।

তবে, সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ জাতীয় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না বলে তিনি যুক্তি উপস্থাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *