নিজস্ব প্রতিনিধি: ফেনী জেলা দল জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০১৯-২০২০ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের ফাইনালে খাগড়াছড়ি জেলা দলকে ৫-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করেছে । ফেনীর পুলিশ লাইন্স স্কুল মাঠে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এ টুর্ণামেন্টের আয়োজন করে।
রবিবার সকালে এর ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রপি তুলে দেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ফেনীর মোহাম্মদ মুনতাসির ফুয়াদ ইবনে নুর সেরা খেলোয়াড় ও মেহেদী হাসান সর্বোচ্চ গোলদাতার সম্মাণনা গ্রহন করেন।