সোনাগাজী

সোনাগাজীর করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ৪০ জনের ফলাফল নেগেটিভ

সোনাগাজীতে গত ২০ এপ্রিল সোমবার প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর (৩৫) পরিবারের সদস্যসহ সংস্পর্শে আসা ৪০ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ৪০জনের কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। নমুনা সংগ্রহের দীর্ঘ আটদিনেও পরীক্ষার ফলাফল না আসায় কোয়ারিন্টাইনে থাকা ১৭টি পরিবারের সদস্যদের মধ্যে করোনা নিয়ে উৎকণ্ঠা বিরাজ করছিল।

আজ বুধবার বিকেলে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উৎপল দাশ জানান, এর আগে গত ২১ এপ্রিল মঙ্গলবার থেকে শনাক্ত হওয়া রোগীর কর্মস্থলের চিকিৎসক-কর্মচারীসহ ১৮জন, পরিবারের নয় সদস্যসহ বন্ধু ও সহকর্মী মিলে মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষার জন্য নমুনাগুলো চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। এ ঘটনায় আক্রান্ত রোগির বাড়িসহ কর্মস্থল বন্ধ করে সহকর্মীদের ১৬টি বাড়ি লকডাউন করে সবাইকে কোয়ারিন্টাইনে রাখা হয়েছে।

তিনি বলেন, করোনা রোগি সংস্পর্শে আসাদের পরীক্ষায় সবার ফলাফল নেগেটিভ এসেছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কোয়ারিন্টাইনে থাকা ও লকডাউন করা বাড়িগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে গতকাল পর্যন্ত উপজেলা থেকে ৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে গত ২০ এপ্রিল সোমবার রাতে ওই যুবকের নমুনার পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। আক্রান্ত ব্যক্তিকে ফেনী ট্রমা সেন্টারে আইসোলেশনে রেখে তার চিকিৎসা দেয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *