সোনাগাজীতে কিশোরী ধ’ র্ষন চেষ্টার মা’ মলায় অটো চালক গ্রে’ ফতার। ফেনী সোনাগাজীর আহম্মদপুর গ্রামে এক কিশোরী (১৪) কে ধর্ষ’ ন চেষ্টার মাম’ লায় মো. শাকিল (২৪) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে গ্রে’ ফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ তাকে আ’ টক করে। সে আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ওসমান হাজী বাড়ির কামাল উদ্দিনের ছেলে।
পারিবারিক ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঐ অটোরিক্সা চালক ঐ কিশোরীকে উ’ ত্যক্ত করে আসছে। গত ২৬ শে জুলাই সন্ধ্যার পরে কিশোরীকে একা পেয়ে ঐ ্অটোচালক ঝাপটে ধরে এবং কিশোরিকে বিবস্র করে ধ’ র্ষনের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অটোচালক শাকিল পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মা’ মলা দায়ের করে। পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রে’ ফতার করে।
শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদঃ