সোনাগাজী

সোনাগাজীতে অসহায় ও দুস্থদের মধ্যে সেনাবাহিনীর খাদ্যসামগ্রী বিতরণ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমন রোধে চলমান কঠোর লকডাউনে সোনাগাজীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে কুমিল্লা সেনানিবাসের ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি ইউনিট।

কুমিল্লা সেনানিবাসের ২৮ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারি ইউনিটের লে. কর্নেল তাহরিমা উপজেলার পৌরসভা, চরছান্দিয়া, চরদরবেশ, মতিগঞ্জ, মঙ্গলকান্দি ও সোনাগাজী সদর ইউনিয়নে হতদরিদ্র ৩০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময় সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ সেনাবাহিনীর নির্দেশনা মোতাবেক আজ বুধবার দিনব্যাপি সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রী পাওয়া চরছান্দিয়া ইউনিয়নের নবী উল্যাহ বাজার সংলগ্ন শারীরিক প্রতিবন্ধি ভিক্ষুক ফকির আহমদ বলেন, হাটবাজারে হাত পেতে যাহা পাওয়া যেতো তাহা দিয়ে কোন রকমে সংসার চালিয়ে আসছিলাম। লকডাউনে হাট বাজার বন্ধ থাকায় অনেক কষ্টে জীবন পার করছি। এই সময়ে সেনাবাহিনী আমাকে এই খাবার দিল। প্রাণ খুলে তাদের দোয়া করছি।’

লে. কর্নেল তাহরিমা জানান, উপজেলার অপর ইউনিয়নগুলোতেও অসহায় মানুষের খাদ্য সামগ্রী প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *