দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় করোনায় মারা যাওয়া সেই ব্যবসায়ী পরিবারের সদস্য ও দাফন-কাফনের কাজে জড়িতদের মধ্য থেকে ৫ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
তাদের মধ্যে একজন করোনায় মারা যাওয়া সেই ব্যবসায়ী ছেলে, তিনজন নগরীর রেয়াজ উদ্দিন বাজারের মোবাইলের দোকানদার এবং অন্যজন সিএনজি অটোরিকশা ড্রাইভার।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মজিদ ওসমানী। স্বাস্থ্য কর্মকর্তা জানান, গত রবিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রফিক্যাল আ্যন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
উল্লেখ্য গত ৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে পশ্চিম ঢেমশা ইউনিয়নের ইছামতি আলীনগরে ওই ব্যবসায়ী মারা যান। ওই দিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বিআইটিআইডিতে পাঠানো হয়। নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা শনাক্ত হয়।