অন্যান্য

সন্দ্বীপের মগধরা ইউপি চেয়ারম্যান এর অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ

বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক ও সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জনাব এস এম আনোয়ার হোসেন চেয়ারম্যান এর নিজস্ব অর্থায়নে গরীব অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ প্রথম ধাপে মগধরা ৫,৬,৭,৮,ও ৯ নং ওয়ার্ডে ইফতার সামগ্রী মানুষের হাতে হাতে পৌছে দেওয়া হয়।

২য় ধাপে মগধরা ১,২,৩ ও ৪নং ওয়ার্ড,মুছাপুর ৭,৮ও ৯নং ওয়ার্ড আংশিক,,
ইফতার সামগ্রীতে বিতরণকৃত জিনিস সমূহ নিন্মরুপ :—১. চনাবুট ২ কেজি ২. খেজুর ২কেজি ৩. চিনি ১ কেজি ৪.সোয়াবিন ১লিঃ ৫.মুড়ি ১ কেজি ৬.আলু ৩ কেজি ৭.চিরা ১ কেজি, ৮.পিঁয়াজ ২ কেজি ৯.সাবান ১পিছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *