বিনোদন

শুটিং সেট থেকে তরুণ অভিনেত্রীর মৃতদেহ উদ্ধার

তুনিশা শর্মা (২০) নামে এক ভারতীয় অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ শুটিং সেট থেকে উদ্ধার করা হয়েছে।

সহকর্মীরা মুম্বাইয়ের একটি শুটিং সেটের মেকআপ রুমে শনিবার (২৪ ডিসেম্বর) অভিনেত্রীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের ভিওয়াড়ি হাসপাতালে পাঠানো হয়েছে তুনিশার মরদেহ ময়নাতদন্তের জন্য। তবে এখনও জানা যায়নি তার আত্মহত্যার কারণ।

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন তুনিশা। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’ ছবি দুটিতে কাজ করেছেন তিনি। উভয় ছবিতেই তাকে ক্যাটরিনার ছোটবেলার অবতারে দেখা গেছে। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি।

শুধু ধারাবাহিক নয়, একাধিক হিন্দি ছবিতেও কাজ করেছেন তুনিশা। এ ছাড়াও তিনি ‘দবাং ৩’ এবং ‘কহানি ২’ ছবিতেও অভিনয় করেছেন।

বি-টাউনের উঠতি এই তারকার আকস্মিক মৃত্যুতে গোটা ইন্ডাস্ট্রি শোকের ছায়া।

salauddin
https://t.me/pump_upp
https://t.me/pump_upp

Leave a Reply

Your email address will not be published.