লোহাগাড়ায় বাবা ও দাদার সাথে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের মৃ ত্যু হয়েছে। তার নাম আল ওয়াজেদ রাবি (১০)।
আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মল্লিক ছোবহান এলাকায় এ ঘটনা ঘটে।
রাবি হাজির পাড়া হামিদিয়া এবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র।
জানা যায়, আমিরাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মল্লিক ছোবহান হাজির পাড়ার বাসিন্দা মো. জিয়াউল হক ও তার বাবা মিলে বাড়ির নিকটবর্তী পুকুরে হাত জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় মাদ্রাসা ছাত্র রাবি পুকুরে নেমে বাবা ও দাদার সাথে মাছ ধরছিল।
এদিকে, বাবা ও দাদার মাছ ধরার ব্যস্ততার মধ্যে শিশু রাবি অসাবধানতাবশত পুকুরের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর রাবিকে না দেখে বাবা ও দাদাসহ সবাই খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ-ত ঘোষণা করেন।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য আতাউর রহমান চৌধুরী বাবুল জানান, বাড়ির নিকটবর্তী পুকুরে বাবা ও দাদা মাছ ধরার সময় শিশু রাবিও পুকুরে নামে কিন্ত সে সাঁতার জানত না। বাবা ও দাদা মাছ ধরার ব্যস্ততার মধ্যে রাবির দিকে খেয়াল রাখেনি। এরই মধ্যে সে পুকুরের পানিতে ডুবে মারা যায়।