ফেনীতে রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড ও বড় বাজারে অভিযান চালিয়ে চার প্রতিষ্ঠানের সাত হাজার টাকা জরিমানা করেন।
সোহেল চাকমা জানান, অভিযানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় বিসমিল্লাহ বাণিজ্যালয়সহ দুইটি আড়ৎ, মেসার্স আজমীর স্টোর নামে মুদি দোকান এবং একটি সবজি দোকানসহ চার প্রতিষ্ঠানের সাত হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি আরো জানান, মুদি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয় এবং বিক্রয় রশিদ এবং মূল্য তালিকা হালনাগাদ আছে কিনা তা যাচাই করা হয়। এসময় বিভিন্ন আড়ৎ ঘুরে পেঁয়াজ, রসুনের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে কম পাওয়া যায়। তবে আদা কোথাও পাওয়া যায়নি, আড়ৎদাররা জানিয়েছেন চট্টগ্রাম পোর্টে পণ্য খালাস হলেই আদা আসবে।
অভিযান পরিচালনার সময় চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আবুল কাসেম, আবুল কালাম হাজারিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।